সারা বাংলা

সাপ আতঙ্কে পুলিশ, সাপুড়ে ডাকলেন ওসি 

শরীয়তপুরের সখিপুরে বিষধর সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের মধ্যে। এ ঘটনায় সোমবার (২৫ মার্চ) দুপুরে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সাপুড়ে ডাকেন সাপ ধরতে। 

থানা পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানায়, রোববার (২৪ মার্চ) সখিপুর থানার নতুন ভবন নির্মাণের জন্য মেশিনের সাহায্যে মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় মাটির ভেতর হতে দুটি বিষধর সাপ বের হয়ে আসে। একটি সাপ নির্মাণ শ্রমিকরা মেরে ফেললেও অপরটি থানা চত্বরের মধ্যে পালিয়ে যায়। পরে সেই সাপ ধরতে সোমবার দুপুরে সাপুড়ে ডাকেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। তবে এখন পর্যন্ত সাপটি ধরা সম্ভব হয়নি।

ওসি মাসুদুর রহমান বলেন, নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে, এক সময় তা ঝোপঝাড়ে পরিপূর্ণ ছিল। সেই জায়গায় কাজ করার সময় দুটি সাপ বের হয়ে একটি থানা চত্বরে ঢুকে পড়ে। পরে সাপুড়ে খবর দেওয়া হয় সেটিকে ধরতে।