সারা বাংলা

বেনাপোলে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) যশোরের বেনাপোল সীমান্তের নোম্যানসল্যান্ডে বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র বেনাপোল আইসিপির নোম্যানসল্যান্ডে এই প্যারেড অনুষ্ঠিত হয়

বিজিবি’র প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সুবেদার মো. মিজানুর রহমান এবং বিএসএফ’র পক্ষে প্যারেড কমান্ডার ছিলেন সাব ইন্সপেক্টর সাদমির সিং। প্যারেড শেষে দুই বাহিনীর অফিসাররা প্যারেড কমান্ডারদের হাতে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

বাংলাদেশের পক্ষে এসময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, যশোর রিজিয়নের অপারেশন অফিসার লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার, যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহম্মেদ হাসান জামিল এবং সহকারী পরিচালক মো. মাসুদ রানা। 

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন- ডিআইজি শ্রী তারনি কুমার বিএসএফ কলকাতা, স্টাফ অফিসার অজয় ​​কুমার শর্মা, অবিনাশ কুমার,  ১৪৫/উপ অধিনায়ক শ্রী অলক কুমার প্রমুখ।