সারা বাংলা

মানুষের উপকার হলে বকা শুনতেও রাজি আছি: তামিম 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কলরেকর্ড ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তার মতে, কোনো কাজে যদি কিছু মানুষ উপকৃত হয়, তাহলে সেটার জন্য তিনি বাজে কথা সহ্য করতেও রাজি আছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে ফেনীতে একটি বাণিজ্যিক শো-রুম উদ্বোধনে গিয়ে ভাইরাল হওয়া বিজ্ঞাপন নিয়ে কথা বলেছেন তামিম। 

তামিম ইকবাল বলেন, ‌‘নগদের এই ক্যাম্পেইনে কিছু পরিবার জমি পাবে। আমি কিন্তু পাবো না। দরিদ্র শ্রেণির মানুষরা এই জমি পেলে আমি খুব খুশি হবো। এটি মানুষের জন্যই করা। ব্যক্তিগতভাবে বকা শুনে দুইজন মানুষকে সহযোগিতা করতে পারলে সেই বকা শুনতে আমি সবসময় রাজি আছি।’ 

অনুষ্ঠানে তামিম ইকবালের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন। তাদের এক নজর দেখতে এদিন লোকে লোকারণ্য হয়ে ওঠে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক।

ভক্তদের ভালোবাসায় সিক্ত তামিম ইকবাল বলেন, ‘সবার সঙ্গে দেখা করতে পারিনি এজন্য খারাপ লাগছে। এতো মানুষ আমাকে ভালোবাসে, এটি আল্লাহর রহমত। আজকে কথা বলতে না পারলেও সাইফুদ্দিনের সঙ্গে আবার আসব। একটি অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে কথা হবে, দেখা করে যাব।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর ওপর দিয়ে যাই। কিন্তু, কখনো নামা হয়নি। ফেনীর উন্নয়ন দেখে অভিভূত হয়েছি। এই শহর দেখে খুব ভালো লেগেছে। এভাবে যদি সব জেলা শহরের উন্নয়ন হয় তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’ 

এসময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।