অর্থনীতি

ঈদে নতুন নোট মিলবে রোববার থেকে, পাওয়া যাবে যেসব শাখায়

প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে গ্রাহকদের জন্য নতুন নোট বিনিময় করবে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামীকাল (রোববার) ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে।

আলোচ্য সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরসহ সারা দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও ৫, ১০,২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

যেসব ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে দেখতে ক্লিক করুন