আন্তর্জাতিক

রাশিয়ায় বন্যা

কাজাখস্তান সীমান্তের কাছে রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে একটি বাঁধ ফেটে বন্যা দেখা দিয়েছে। ওই এলাকা থেকে চার হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ওরেনবুর্গ গভর্নরের কার্যালয় শনিবার জানিয়েছে, ‘এক হাজার ১৯ শিশুসহ চার হাজার ২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।’ শুক্রবার প্রবল বৃষ্টির পর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আড়াই হাজারেরও বেশি বাড়ি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

গভর্নর ডেনিস পাসলার জানিয়েছেন, বন্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুই লাখ ৩০ হাজার জনসংখ্যার সীমান্ত শহর ওরস্কে পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরো অঞ্চল জুড়ে কঠিন হয়ে পড়েছে এবং ওরেনবার্গের প্রধান শহরের উরাল নদীতে পানির স্তর বিপজ্জনক সীমায় রয়েছে।

জরুরী পরিষেবা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে,  বাসিন্দাদের লাইফ জ্যাকেট পরিয়ে নৌকায় করে সরিয়ে নেওয়া হচ্ছে। হাজার হাজার বাড়িঘর তলিয়ে গেছে।