সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গেলো বাদী পক্ষ, সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি এক জনকে আটক করে থানায় নিয়ে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গত ৭ মার্চ বিশুতারা গ্রামের নিজ বাড়ির পাশ থেকে রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিম পাড়া বড় বাড়ির আবুল কালামের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মন্নাফ মিয়া বাদী হয়ে ছয় জনকে আসামি করে থানায় মামলা করেন। ইতোমধ্যে পুলিশ একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার বাদী পক্ষের লোকজন আসামি ধরতে প্রতিপক্ষের বাড়ি ঘেরাও করে। এসময় দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।