খেলাধুলা

শের-ই-বাংলা পরিদর্শন করেছে আইসিসির প্রতিনিধি দল

আসছে সেপ্টেম্বর-অক্টোবরে দশ দল নিয়ে বাংলাদেশে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতির তোড়-জোড়ও। সুযোগ-সুবিধা যাচাই করতে বাংলাদেশ সফর করছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ৫ সদস্যের প্রতিনিধি দল।

প্রথম দিন ২৩ এপ্রিল (সোমবার) প্রতিনিধি দলটি হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। বেলা ১১টার দিকে মিরপুরে আসেন তারা। এ সময় ঢাকা লিগের খেলা চলায় মাঠের ভেতর প্রবেশ করতে পারেননি তারা। ইনডোর-একাডেমিসহ মাঠের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

ঢাকায় হবে শুধু ফাইনাল ম্যাচ। আর বাকি সব ম্যাচ হবে সিলেটে। আগামীকাল তারা সিলেটে মাঠ পরিদর্শনে যাবেন। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। নারী বিভাগ থেকে জানানো হয়, ‘আজ সকালে তারা মাঠে আসেন। খেলা থাকায় নামতে পারেননি। তবে গ্রাউন্ডসের সব বিভাগের সঙ্গে কথা বলেছেন তারা, বোঝার চেষ্টা করেছেন কোথায় কীভাবে কি হবে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আয়োজিত খেলার সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি। স্বাগতিকসহ ১০টি দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। গত বোর্ড মিটিংয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।