আইন ও অপরাধ

আসামিদের সঙ্গে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মানবিক দৃষ্টান্ত

প্রচণ্ড গরমে হাজতি আসামিদের স্যালাইন শরবত খাইয়ে মানবিক দৃষ্টান্ত দেখালো ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পুলিশ সুপার কার্যালয়।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামিদের প্রচণ্ড তাপদাহে একটু প্রশান্তি দেওয়ার জন্য স্যালাইন শরবত সরবরাহ করা হয়। 

হাজতি আসামিরাও সানন্দে এই শরবত পান করেন। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আসামিদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা করেন। 

চলমান তাপদাহ অব্যাহত থাকলে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ারুল কবীর বাবুল।