সারা বাংলা

পাবনায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

পাবনার সুজানগরে নিউমনিয়ায় আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে মারা যায় সে। 

মারা যাওয়া আব্দুর রহমান সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের গুন্ডন হোসেনের ছেলে। সে চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্কুলের শিক্ষক ও চিকিৎসকরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল শিশুটি। একটু সুস্থ হওয়ায় গতকাল রোববার মায়ের সঙ্গে স্কুলে যায় আব্দুর রহমান। পরে সে আরো অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সোমবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, নিউমনিয়ায় আক্রান্ত আব্দুর রহমান নামের একটি শিশুকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শিশুটি মারা যায়।

চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, গত কয়েকদিন ধরেই শিশুটি জ্বরে ভুগছিল। রোববার সে অসুস্থ শরীরে স্কুলে আসে। এরপর শিশুটি আরো অসুস্থ হয়ে পড়ে। খবর দেওয়া হলে অভিভাবক এসে তাকে বাড়ি নিয়ে যায়। আজ সোমবার সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।