সারা বাংলা

জেলের ছদ্মবেশে পুলিশের অভিযান, ৩৭ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে নৌপথে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা। 

গতকাল রোববার রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে অভিযান চালানো হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ আলী বলেন, সাগর পথে আসা একটি ট্রলারে করে খুটাখালী নদী দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে বলে রোববার রাতে বিশ্বস্ত সোর্স থেকে খবর আসে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাসহ আমি পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে নৌপথে অভিযান শুরু করি। পরে মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করা হয়। এসময় পাচারকারীরা ট্রলার রেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ট্রলারটি তল্লাশি করে মাঝারি আকারের ৫টি ড্রাম জব্দ করা হয়। ড্রামগুলোর ভেতর থেকে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ হয়। জব্দকৃত মাদকের মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।