খেলাধুলা

কলকাতার বোলিং তোপে বড় সংগ্রহ পায়নি দিল্লি

কলকাতা নাইট রাইডার্সের বোলারদের তোপের মুখে বড় সংগ্রহ পায়নি দিল্লি ক্যাপিটালস। আজ সোমবার রাতে ইডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে পন্ত-ম্যাকগার্করা। জিততে কলকাতাকে করতে হবে ১৫৪ রান।

ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। শতরানের আগেই হারায় ৫ উইকেট। সেই ধাক্কা সামলে আর বড় সংগ্রহ দাঁড় করতে পারেনি তারা।

ব্যাট হাতে কুলদীপ যাদব অপরাজিত সর্বোচ্চ ৩৫ রান করেন। ২৬ বলে ৫ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে ঋষভ পন্তের ব্যাট থেকে। তিনি ২০ বলে ২ চার ও ১ ছক্কায় এই রান করেন। এছাড়া  অভিষেক পোরেল ১৮, অক্ষর প্যাটেল ১৫, পৃথ্বি’শ ১৩ ও জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক ১২ রান করেন।

বল হাতে কলকাতার বরুণ চক্রবর্তী ছিলেন সেরা। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। হরশিত রানা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি ও বৈভব অরোরা ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২টি উইকেট।

আজ জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান পোক্ত করবে কলকাতা। আর দিল্লি জিতলে চার দলকে পেছনে ফেলে উঠে আসবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।