সারা বাংলা

সরাইলে কামাল হত্যা: র‌্যাবের অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহজাদাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল মিয়া (৫৫) নিহতের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে র‌্যাব-৯-এর, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, শাহজাদাপুর গ্রামের বলু মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০), একই এলাকার ছোলমান শিকদারের ছেলে কাসেম শিকদার (৪০), ছারু শিকদার (৩৫), নান্নু মিয়ার ছেলে অহিদ মিয়া (৪৫), ছুর রহমানের ছেলে শাহাদত খাঁ (৪০), মৃত মিয়া বালীর ছেলে খোকন মিয়া (৪০), শানু মিয়া (৩৮), সুজন মিয়া (৩২), মৃত ছুর রহমানের ছেলে সুজন মিয়া (৪০), মৃত জলফু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪০), মোজাম্মেল সরকারের ছেলে নছরু সরকার (৩৬) ও মৃত বলু মিয়ার ছেলে ছাদেক (৩৫)। 

নিহত কামাল মিয়া শাহাজাদাপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে। দুপুরে র‌্যাব-৯-এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল শাহজাদাপুর গ্রামের দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল মিয়া নিহত হয়। এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে ১১৯ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৫০-৫৫ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা করেন। চাঞ্চল্যকর এ ঘটনা গণমাধ্যমে আলোচনায় আসে। 

এ ঘটনায় র‌্যাব-৯- ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির অভিযানিক দল মামলার এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করে। পরে আসামিদের সরাইল থানায় হস্তান্তর করা হয়।