টানা তীব্র তাপপ্রবাহের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে এ বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদপ্তরের হিসেব মতে, বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ১ মিলিমিটার। তবে এক পশলা বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি ফিরে এসেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আবদুল বারেক বলেন, বুধবার থেকে চট্টগ্রামের আকাশ মেঘলা ছিল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরী ও উপজেলার বিভিন্ন স্থানে কয়েক দফা বৃষ্টি হয়েছে।