খেলাধুলা

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজে দুটিতে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টি স্বাগতিক শিবিরের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই সিরিজ খোয়াতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

সিলেটে বৃহস্পতিবার (২ মে) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। দ্বিতীয় ম্যাচের মতো এবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটি মাথায় রেখেই বাংলাদেশকে ব্যাটিংয়ে নামতে হবে।

এই ম্যাচে বাংলাদেশ নেমেছে এক পরিবর্তন নিয়ে। সুলতানা খাতুনের পরিবর্তে একাদশে এসেছেন শরিফা খাতুন। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ভারত নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বাংলাদেশের একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরিফা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা ও রিতু মনি। 

ভারতের একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হেমালতা, হরমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, সাজানা, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব।