সারা বাংলা

রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’।

শুক্রবার (৩ মে) সকালে আয়োজনের উদ্বোধন করেন একুশে পদক জয়ী বিশিষ্ট লেখক অধ্যাপক সনৎ কুমার সাহা। রাজশাহী কলেজ মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এ উৎসবে দুই বাংলার কবি-সাহিত্যিকরা অংশ নিয়েছেন। প্রথম দিন ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী 'লেখক' পত্রিকার মোড়ক উন্মোচন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।

লেখক পরিষদের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব হাসনাত আমজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ মান্নান, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্ত, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এ ছাড়াও বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. অলীউল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান।

উদ্বোধনীপর্ব শেষে প্রথম সেশনে কবিতা বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল কবি শফিকুল আলম শফিক। এ পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন মোহাম্মদ কামাল, মাহবুবুর রহমান বাদশাহ, মাহী ফ্লোরা, সালাম তাসির, আউয়াল আনোয়ার, শাহনাওয়াজ প্রামানিক সুমন, স ম তুহিন, মঈন ফারুক, হাবিবুল ইসলাম তোতা, রেহানা জামান, রেহানা সুলতানা শিল্পী, সিকতা কাজল, ওয়ালী উল ইসলাম, মাহফুজ মুজাহিদ, শামীমা নাইস, নাদিম সিনা, বাসেত হোসেন প্রামাণিক, সাফওয়ান আমিন, নুরজাহান রহমান নীরা, লোকমান হোসেন প্রমুখ।

দ্বিতীয় সেশনে রজনীকান্ত সেনকে নিয়ে আলোচনা ও গানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুহম্মদ আব্দুল জলিল।

তৃতীয় সেশনে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেয় রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্র ও রাজশাহী আবৃত্তি পরিষদের কবিরা।

চতুর্থ সেশনে ছড়াপাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক জাহাঙ্গীর আলম জাহান। এ পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন সুখেন মুখোপাধ্যায়, শচীন্দ্রনাথ গাইন, আলমগীর মালেক আজিজ রাহমান, এস এম খলিল বাবু, চন্দ্রশীলা ছন্দা, মামুন সারওয়ার, মাসুম আওয়াল, কামাল মুস্তাফা, ওমর ফারুক নাজমুল, আহমেদ টিকু, কামাল খাঁ, লিয়ন আজাদ, মনিরুল ইসলাম মনি, কাবেরী সাহা, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, সোহেল মল্লিক ও আবু জাফর দিলু।

পঞ্চম সেশনে চলচ্চিত্র নির্মাতা ও নাট্যজন আহসান কবীর লিটন নির্মিত হাসান আজিজুল হকের জীবন নির্ভর প্রামাণ্য চলচ্চিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হয়।

এ উৎসব শেষ হবে শনিবার (৪ মে)। সমাপনী অনুষ্ঠানের এই উৎসবে ছয়জনকে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’ পদক দেওয়া হবে। যারা পদক পাবেন তারা হলেন- কবি জুলফিকার মতিন (কবিতা), আখতার হুসেন (শিশুসাহিত্য), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) ও রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)।