খেলাধুলা

বিপর্যয় সামলে ভেঙ্কটেশ-মানিশের ব্যাটে কলকাতার লড়াকু পুঁজি

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ বিপাকে পড়ে কলকাতা নাইট রাইডার্স।  ৫৭ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। ফিল সল্ট ৫, অঙ্ককৃশ রঘুবংশী ১৩, শ্রেয়াস আয়ার ৬, সুনীল নারিন ৮ ও রিংকু সিং ৯ রান করে ফেরেন সাজঘরে।

সেখান থেকে হাল ধরেন ভেঙ্কটেশ আয়ার ও মানিশ পান্ডে। তারা দুজন ষষ্ঠ উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ৮৩ রান যোগ করেন। দলীয় ১৪০ রানের মাথায় মানিশ ফিরেন ৩১ বলে ২ চার ও ২ ছক্কায় ৪২ রান করে।

এরপর আবার দ্রুত উইকেট হারাতে থাকে কলকাতা। ১৫৩ রানের সময় আন্দ্রে রাসেল (৭), ১৫৫ রানের মাথায় রামনদীপ সিং (২) ও একই রানে মিচেল স্টার্ক ফিরেন ডাক মেরে। ১৯.৫ ওভারের মাথায় দলীয় রান যখন ১৬৯ তখন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ভেঙ্কটেশ। তিনি ৫২ বল খেলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭০ রান করেন। তার ব্যাটে ভর করে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় কেকেআর।

বল হাতে মুম্বাইর নুয়ান থুশারা ও জাসপ্রিত বুমরাহ ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১টি উইকেট নেন পিযুশ চাওলা।

কলকাতা আজ জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান পোক্ত হবে। অন্যদিকে মুম্বাই জিতলে একধাপ উন্নতি করে আটে অবস্থান নিবে।