খেলাধুলা

তিন বলের ব্যবধানে শান্ত-লিটনের বিদায়ের পর ঝুম বৃষ্টি 

বাইরের বল টেনে এনে লং অফে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন বলের ব্যবধানে লিটন দাসও ফেরেন স্কয়ার ড্রাইভ করতে গিয়ে। 

লুক জংওয়ের করা ইনিংসের দশম ওভারে দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান। লিটনের আউটের পরই নামে বৃষ্টি।

১৫ বলে ১৬ রান আসে শান্তর ব্যাট থেকে। তার বিদায়ের ধাক্কা সামলে না উঠতে বিদায় ঘণ্টা বাজে লিটনেরও। অফ ফর্মে থাকা এই ব্যাটার ২৫ বলে ২৩ রান করেন। ইনিংসে ২টি চার ও ১টি ছয়ের মার ছিল। 

দুজনের জুটির শুরু হয় তানজীদ তামিমের বিদায়ের পর। অভিষেক ম্যাচে ফিফটি করা তানজীদ এই ম্যাচে ফেরেন ১৮ রান করে। দলীয় ৪১ রানে আউট হন তিনি। ক্রিজে এখন তাওহীদ হৃদয়ের সঙৃগী জাকের আলী অনিক।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত অভিষিক্ত জনাথন ক্যাম্পবেল-বেনেটের ঝড়ে ১৩৮ রান করতে পারে সফরকারীরা। এই রান তাড়া করতে গিয়েও হিমশিম খাচ্ছে বাংলাদেশ।