খেলাধুলা

বিশ্বকাপ দল ঘোষণা করলো পাপুয়া নিউগিনি 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ২০২১ সালের আসরে নিজেদের প্রথমবারের মতো জানান দেয় পাপুয়া নিউগিনি। এবারও বিশ্ব মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরের জন্য দল ঘোষণা করেছে তারা। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দল ঘোষণা করেছে আইসিসির সহযোগী দেশটি।

আগেরবারের মতো এবারও দেশটির নেতৃত্বে থাকছেন আসাদ ভালা। তার সহকারী হিসেবে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার সিজে আমিনি। এছাড়াও আগের আসর থেকে অভিজ্ঞ কিছু খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে তারা।  

বাছাইপর্বে অপরাজিত ছিল পাপুয়া নিউগিনি। ঘরের মাঠে ছয় ম্যাচ জেতার পর জাপান, ভানাতু, ফিলিপাইনের মতো চ্যালেঞ্জিং দলগুলো পার করে আঞ্চলিক ফাইনালে খেলেছে পাপুয়া নিউগিনি। এবার ভালো করার আশা দেখছে তারা। কেননা প্রধান কোচের দায়িত্বে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার টাটেন্ডা টাইবু।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে খেলবে পাপুয়া নিউগিনি। যাদের গ্রুপসঙ্গী স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, আফগানিস্তান ও নিউ জিল্যান্ড। আগামী ২ জুন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাপুয়া নিউগিনি।

পাপুয়া নিউগিনির বিশ্বকাপ স্কোয়াড: আসাদ ভালা (অধিনায়ক),  সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।