সারা বাংলা

চাঁদপুরে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ১২ জন

চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌথানা পুলিশ। শনিবার (১১ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নৌথানার ওসি কামরুজ্জামান। 

গ্রেপ্তার জেলেরা হলেন, চাঁনদু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াসিন ছৈয়াল (২২), ইব্রাহিম খলিল উল্লাহ (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁহে মনা খাঁ (৬৫) ও রমজান শেখ (২৫)। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক। 

ওসি কামরুজ্জামান বলেন, এই জেলেদের হেফাজত হতে ২২০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৩টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের তৈরি নৌকা উদ্ধার করা হয়েছে। ১২ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে দুটি নিয়মিত মামলা করা হয়েছে। আটক দুই জন অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।