সারা বাংলা

ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ফাটানো হলো মাথা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনারস প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে সৈয়দ আলী আজম (৫৭) নামে এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের দরগার পাশে জহুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত সৈয়দ আলী আজম দক্ষিণবাড়ি গ্রামের সৈয়দ মোখলেসুর রহমানের ছেলে। আহতাবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আলী আজম বলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকে ভোট চেয়ে রামদিয়া ব্রিজ ঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে দক্ষিণবাড়ি দরগার পাশে জহুরের বাড়ির সামনে পৌঁছালে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতীকের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তার সহযোগী মনিরসহ ৩ জন পেছন থেকে মোটরসাইকেলযোগে এসে মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে। এতে মাথার পেছনে ও ডান চোখের নিচে কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া, হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছি। তার মাথায় একটি সেলাই লেগেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, আগামী ২১শে মে দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।