সারা বাংলা

রংপুরে জাল ভোট দেওয়ার সময় আটক ২

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় জাল ভোট দেওয়ার সময় ২ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন রুমান মিয়া ও রাশেদ মিয়া।

আটককৃত দুই যুবক হেলিকপ্টার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা কামরুজ্জামান কামরুর সমর্থক। আটকের বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, জাল ভোট দেওয়ার সময় দুই জনকে শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে শঠিবাড়ী মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দিতে ঢুকে পড়েন ৭/৮ জন। তারা হেলিকপ্টার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা কামরুজ্জামানের পক্ষে জাল ভোট দিচ্ছেন এমন খবরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে গিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই যুবককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন বিচারক আবু হেনা সিদ্দিকী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় বলেন, রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুই জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ২ লাখ ১৮ হাজার ৩৪৭ এবং হিজড়া ৪ জন ভোটার রয়েছেন।