নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গোলাম মোস্তফা নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৭ মে) সকাল ১০ টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা সাতক্ষীরা জেলার লক্ষীদাড়ি গ্রামের মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
স্বজনদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আরিফ জানান, অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই গোলাম মোস্তফার মৃত্যু হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ আরও দুইজন আহত হয়।
গোলাম মোস্তফা এর আগে কুমিল্লায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল।