২০০৭ সালে মাঠে গড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। দেখতে দেখতে শনিবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ৮ আসরে রেকর্ড হয়েছে ভুরি ভুরি। কিন্তু সেঞ্চুরি হয়েছে মাত্র ১১টি।
প্রথম আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন ক্রিস গেইল। ২০১৬ সালে তিনি হাঁকান আরও একটি সেঞ্চুরি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি রয়েছে কেবল তার।
এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ২০১২ সালে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৩ রানের ইনিংস খেলেন। যেটা এখনও ছুঁতে পারেনি কেউ। তাদের দুজন ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন- আলেক্স হেলস, আহমেদ শেহজাদ, রাইলি রুশো, গ্লেন ফিলিপস, তামিম ইকবাল, জস বাটলার, সুরেশ রায়না ও মাহেলা জয়াবর্ধনে।
চলুন তাদের ইনিংসগুলো এক নজরে দেখে নেওয়া যাক:-