চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, অতিরিক্ত ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।