ক্যাম্পাস

কোটা সমস্যার যৌক্তিক সমাধান দাবি হাবিপ্রবি ছাত্রলীগের

কোটা সমস্যার যৌক্তিক ও ইতিবাচক সমাধানের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (১১ জুলাই)  বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি মিছিল নিয়ে মহাসড়ক দিয়ে ১নং ফটক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশ করে।

এ সময় হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু বলেন, কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মনে যে উদ্বেগ ও অনুভূতি তৈরি হয়েছে, আমরা ছাত্রলীগ পরিবার তাদের সেই অনুভূতিকে সম্মান করি এবং ভালোবাসি। মহামান্য আদালত কোটা থাকার বর্তমান রায়ের উপরে স্থিতাদেশ জারি করেছেন। আমরা মনে করি, কোটা নিয়ে আন্দোলনকারীদের উচিৎ, আদালতের পরবর্তী রায়ের জন্য অপেক্ষা করা। আমরা আশা রাখছি সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে বিজ্ঞ আদালত একটি সুন্দর রায় দিবেন।

 হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আকাশ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজকের এ কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে হাবিপ্রবি ছাত্রলীগের মিছিল। ছাত্রলীগ সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবে। আমরা সবসময়ই চায়, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস, পরীক্ষা চলুক। এরই লক্ষ্যে হাবিপ্রবি ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, আমরা  চেষ্টা করছি শিক্ষার্থীদের ডাইনিং সুবিধা নিশ্চিতকরণ, টিএসসিতে পড়াশোনা চর্চার পরিবেশ নিশ্চিতকরণ, কেন্দ্রীয় লাইব্রেরি প্রশস্তকরণ, খেলার মাঠ সংস্কারসহ নানাবিধ শিক্ষার্থীবান্ধব কাজ করার। শেখা হাসিনা সরকারই একমাত্র শিক্ষার্থীবান্ধব সরকার। সরকার পক্ষই কিন্তু কোটার যৌক্তিক সংস্কারের জন্য হাইকোর্টে রিট করেছিল। আশা রাখছি বিজ্ঞ আদালত একটি সুন্দর শিক্ষার্থীবান্ধব রায় দিবেন।