সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
এর আগে, সকাল ১১টার দিকে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হন কেসি কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা সেখান থেকে মিছিল বের করেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি ঝিনাইদহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন- শারমিন সুলতানা, রিহান হোসেন, নুসরাত জাহান সাথী, ইলমা রহমান, স্বাধীন হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা, কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাশের জন্য জরুরি অধিবেশন আহ্বান এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।