চাঁদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের কারও বাড়ি বা ধর্মীয় উপসনালয়ে হামলা না করার জন্য আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, ‘কারও বাসা-বাড়ি, মন্দিরে একটি ফুলের টোকা দিলেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না।’
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে শহরের পুরানবাজার বড় মসজিদ প্রাঙ্গণ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভায় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু ধর্মাবলম্বীরা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আপনজন। কতিপয় কিশোর গ্যাং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দলে ঢুকে কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা এ ধরনের তৎপরতায় সম্পৃক্ত তাদের দায়ভার দল নেবে না। বরং তাদের ধরে আইনের হাতে তুলে দিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকলকে একযোগে আগামী এক মাস ওয়ার্ডভিত্তিক টিম গঠন করে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিন। পুলিশসহ প্রশাসনের যারা রয়েছে, তাদের দায়িত্ব পালনে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সাহায্য করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। দ্রুতই দেশে বীরের বেশে তারেক জিয়া ফিরছেন। কাজেই এ দেশকে এগিয়ে নিতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।’
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।