সারা বাংলা

সাতক্ষীরা সীমান্তে ফেলে যাওয়া ব্যাগে মিললো ৯ কেজি রূপা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনা নয় কেজি ২০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে কলারোয়া উপজেলার চান্দা সীমান্ত থেকে এ রূপার গহনা উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা নামক স্থানে অবস্থান নেন। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ খুলে স্কচটেপে মোড়ানো অবস্থায় নয় কেজি ২০০ গ্রাম ভারতীয় রূপার গহনা পাওয়া যায়। যার মূল্য প্রায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।