যেকোন শহরে বিদ্যুতের তার ঝুলতে দেখা যায়। আর কিছু দূর পর পর চোখে পড়ে বড় বড় ট্রান্সফরমার। মাঝে মধ্যে ট্রান্সফরমার থেকে বিকট শব্দ উৎপন্ন হয় আর বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। নানা কারণে ট্রান্সফরমার থেকে বিকট শব্দ আসতে পারে। যুক্তরাষ্ট্রের ঝলমলে শহর ভার্জিনিয়ায় এক ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ওই শহরের প্রায় ১২ হাজার মানুষ দেড় ঘণ্টার জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এর মূলে ছিল একটি সাপ।
উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের ওপর দিয়ে হেলেদুলে যাওয়ার সময় সাপের শরীর একটি ট্রান্সফরমারে লাগে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। আর বিদ্যুৎ চলে যায়। একই সঙ্গে ভার্জিনিয়া নগরের নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল, কিলন ক্রিকের একাংশ, ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটিসহ আরও কিছু এলাকা।
যুক্তরাষ্ট্রে এমন ঘটনা এই প্রথম ঘটেছে তা নয়। এর আগে মে মাসে নাশভিলেও একই ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য অবশ্য একটি নয়, চারটি সাপ দায়ী ছিল।