চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের ৬ হাজার ১৬৭ জন সদস্য নিজ নিজ ইউনিট ও বিভাগে দায়িত্বে ফিরেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বেঁধে দেওয়া ১৫ আগস্টের মধ্যেই পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দেন। শুধুমাত্র কনস্টেবল পদমর্যাদার ২ জন সদস্য অনুপস্থিত রয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএমপিতে বর্তমানে কর্মরত জনবল ৬ হাজার ১৬৯ জন। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সময় ১৫ আগস্টের মধ্যে ৬ হাজার ১৬৭ জন পুলিশ সদস্য তাদের নিজ নিজ ইউনিট ও বিভাগে যোগদান করেছেন। শুধুমাত্র সিএমপি সদর দপ্তরের পিওএম বিভাগের ২ জন কনস্টেবল অনুপস্থিত আছেন।
ইতিমধ্যে চট্টগ্রাম নগরের ১৬টি থানা এবং অন্যান্য বিভাগে পুলিশ সদস্যরা যথানিয়মে কার্যক্রম শুরু করেছেন বলেও জানান তিনি।
পুলিশ জানান, বেশিরভাগ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও একটু সময় লাগবে। এরই মধ্যে নগরীর বেশ কিছু থানায় পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
ছাত্র-জনতার আন্দোলনের বিজয় উল্লাসের দিন গত ৫ আগস্ট চট্টগ্রাম নগর পুলিশের ১৬টি থানার মধ্যে ৮টি থানায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং আগুন দেওয়া হয়। এ দিন ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান।
এসব ঘটনায় পুলিশের থানা ভবনের পাশাপাশি অন্তত ৪৫টি বিভিন্ন ধরনের যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন থানা থেকে অন্তত ৫০০ অস্ত্র এবং ১২ হাজারেরও বেশি গুলি লুট করা হয়। অস্ত্র, গুলি যানবাহন ছাড়াও থানা ভবনের অবকাঠামো পুড়ে অন্তত ২১ কোটি টাকার ক্ষতি হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।