সারা বাংলা

সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এই আদেশ দেন। ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ডবলমুরিং থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।