ক্যাম্পাস

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষের পদত্যাগ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের (বিএসপিআই) অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার পদত্যাগ করেছেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে যৌন হয়রানির বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন।

এর আগে, গত দুদিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ৫২ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে অধ্যক্ষসহ উড বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর এজাবুর আলমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করাছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, আজ (বুধবার) সকালে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (পিআইডব্লিউ) এওয়াইএম জিয়াউদ্দীন আল মামুন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলমকে বিএসপিআই থেকে প্রত্যাহার করে কারিগরি শিক্ষা বোর্ডে সংযুক্তি করা হয়েছে।