ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি এবার নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন।
‘কথা কিন্তু পরিষ্কার, চাই আমার অধিকার, এক দফা এক দাবি তুই আমার হবি’-এমন কথার গানটি লিখেছেন সোহেল খান। মিউজিক করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সোহেল শুভ আরোশি। গানটি আজ এসএলকে মিউজকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
সালমা বলেন, ‘‘১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারিনি। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হইনি। ৯ আগস্ট থেকে নিয়মিত গান করছি। সময়ের সঙ্গে মিল রেখে ‘এক দফা এক দাবি’ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’’