যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার দুপুরে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। এরপর দারুণ বোলিং করে ৩৭ ওভারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১১৬ রানে অলআউট করে দেয়। ফাইনালে যেতে বাংলাদেশকে করতে হবে ১১৭ রান।
টস হেরে ব্যাট করতে নেমে মারুফ মৃধা ও ইকবাল হোসেন ইমনের বোলিং তোপের মুখে পড়ে পাকিস্তান। ২৬.৫ ওভারে ৭৯ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। ১১৬ রানে যেতে হারায় বাকি চার উইকেট।
বল হাতে বাংলাদেশের ইমন ৭ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মারুফ ৬ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন আল ফাহাদ ও দেবাশীষ দেবা।
পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ফারহান ইউসুফ ১ চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৩২ রান। ৬৫ বল খেলে ২ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মুহাম্মদ রিয়াজুল্লাহ। অধিনায়ক সাদ বেগ ৪১ বলে ৪ চারে ১৮ ও হারুন আরশাদ ৩০ বলে করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
পাকিস্তান গ্রুপপর্বে ভারত, আরব আমিরাত ও জাপানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ রানার্স-আপ হয়ে এসেছে শেষ চারে।