আন্তর্জাতিক

থাইল্যান্ডে উৎসবে বোমা হামলায় নিহত ৩

থাইল্যান্ডে একটি উৎসবে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। শুক্রবার রাতে তাক প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে বিবিসি।

প্রতিবছর উমফাং এলাকায় রেড ক্রস দোই লয়ফা নামের এই মেলা আয়োজন করা হয়। শুক্রবার মেলায় দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুড়ে মারা হলে হতাহতের ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। 

উমফাং এলাকার উদ্ধারকারী দল এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরকটি মেলার বাইরে একটি মঞ্চের গোড়ায় এসে পড়ে। সেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।