সারা বাংলা

গাজীপুরে ঢালাইয়ের নিচে নারীর মরদেহ, উদ্ধারে অভিযান চলছে

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন তিনতলা ভবনের আরসিসি ঢালাইয়ের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মাণাধীন বহুতল ভবনের নিচ তলার পেছনের অংশের আরসিসি ঢালাই ভাঙার কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করে পোড়াবাড়ি র‌্যাবের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

র‌্যাব জানায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় তাছলিমা আক্তার বাদী হয়ে তার মেয়ে মোছা. সুমাইয়া আক্তারের নিখোঁজ হওয়ায় মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের হানিফ (৪০) ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের (৩৮) নাম উল্লেখ করে ৩/৪ জনের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়।

থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প মামলার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ‌র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা আসামিকে জিজ্ঞাসাবাদ করে। গ্রেপ্তার জয়নাল আবেদীন জানান, সুমাইয়াকে হত্যার পর বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের তিনতলা ভবনের পেছনে একটি স্টোর রুমের নিচে দুই স্তরের আরসিসি ঢালাইয়ের নিচে চাপা দিয়ে রেখেছে।

এমন খবরে র‌্যাব-১ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় ওই বাড়ির ছোট স্টোর রুমের মেঝে ভেঙে মরদেহ উদ্ধারের অভিযান চালাচ্ছে। মরদেহ মাটিচাপা দেওয়ার খবরে আশপাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘আসামির দেখানো মতো স্থানে মরদেহ উদ্ধারের অভিযান পরিচালনা করা হচ্ছে।’