গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘‘শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার এবং মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক এবং জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই গণঅভ্যুত্থান হয়েছে।’’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘অধিকাংশ সংস্কার বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে হাঁটবেন। তবে, সরকারকে গতিশীল করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।’’
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিটি বাজার সংলগ্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘‘গত দেড় দশকে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সংকটে ফেলেছিল। যে কারণে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। তাই এই গণঅভ্যুত্থানের আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক সকল প্রকারের বৈধতা দানের জন্যই জুলাই ঘোষণাপত্র দরকার।’’
এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না।’’
এ সময় গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সদস্য হানিফ খান সজীবসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।