সারা বাংলা

ছুটির দিনে ২০ হাজার দর্শকে পরিপূর্ণ জহুর আহাম্মদ স্টেডিয়াম 

চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বিপিএল-এর চট্টগ্রাম পর্বের ম্যাচ। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ছুটির দিনেই ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। 

এদিন দুপুরের পর থেকেই স্টেডিয়ামের ভেতরে-বাইরে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। টিকিট যারা পেয়েছেন তাদের উপস্থিতিতে ভরে গেছে দর্শক গ্যালারি, আবার টিকিট না পেয়ে স্টেডিয়ামের বাইরেও ভিড় করছে অসংখ্য দর্শক। টিকিট কাটতে কাউন্টারেও দেখা গেছে দীর্ঘ সারি।

দুপুর দুইটায় মুখোমুখি হয় রাজশাহী ও সিলেট। ম্যাচ শুরু থেকেই দর্শকদের ভিড় বাড়তে থাকে স্টেডিয়ামের ভেতরে- বাইরে। ২০০ টাকা দামের টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়ায় দর্শকদের ক্ষোভ দেখা গেছে। দূর-দূরান্ত থেকে আসা ক্রিকেটপ্রেমি দর্শকরা টিকিট না পেয়ে ক্ষুদ্ধ হন। স্টেডিয়ামের বাইরে তৃতীয় লিঙ্গের অনেককেই বেশি দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে। 

২০ হাজার দর্শক ধারণক্ষমতার সাগর পাড়ের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টা পর্যন্ত স্টেডিয়াম গ্যালারি পরিপূর্ণ হয়ে যায় দর্শকে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স।