সারা বাংলা

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় জাফর হোসেন (৫৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর হোসেন উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গুতুইল এলাকার আব্দুল গফুরের ছেলে।

আহতরা হলেন- হাবিবুর রহমান (৩৬), আমীর হোসেন (২৫) ও জাহিদ হোসেন (২৬)। তাৎক্ষণিক অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধামরাইয়ের আমতলা এলাকা থেকে অটোরিকশাযোগ ৪ জন ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন। ডেমরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়, আহত হন ৪ জন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।