জাতীয়

করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল জেলার করটিয়ায় করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২৪-২৭ মেয়াদে তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলার করটিয়ায় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয় এবং ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বোরহানুল উলুম হায়দার আলী মফিজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ছাইফুল্লাহ কাতেয়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম, ব্যবসায়ী জিন্নাহ মিয়া, এক্সিম ব্যাংক টাঙ্গাইল  শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন এবং করটিয়া সা'দত বাজার কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ আলী।

করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়।