ক্যাম্পাস

শহীদ আবু সাঈদ হত্যায় দায়সারা বেরোবি, প্রতিবাদে মানববন্ধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে দায়সারা ব্যবস্থা গ্রহণের প্রতিবাদে ও অপরাধীদের কঠিন শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ, শিক্ষক এবং কর্মকর্তারা শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায়। এসব ঘটনায় দীর্ঘ সময় ধরে কালক্ষেপণ করে কর্তৃপক্ষ দায়সারা তদন্ত করছেন।

মানববন্ধনে তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে পুনরায় উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

আশিক নামের এক শিক্ষার্থী বলেন, “আবু সাঈদকে হত্যা করে আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়সারা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা খুবই হতাশাজনক।”

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।