আন্তর্জাতিক

গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী

দক্ষিণ গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব ফিলিস্তিনিকে উত্তর গাজায় তাদের বাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে সীমান্ত চৌকিগুলো খুলতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চলে, উত্তর দিকে যাওয়ার প্রধান সড়কগুলোতে অসংখ্য মানুষ অপেক্ষা করছিল। এরা কেউ যানবাহনে এবং কেউ পায়ে হেঁটে রওনা হয়েছিলেন।

গাজা সিটির বাস্তুচ্যুত ব্যক্তি তামের আল-বুরাই রয়টার্সকে বলেন, “গাজা সিটি এবং উত্তরে ফিরে যাওয়ার জন্য জনতার সমুদ্র একটি সংকেতের অপেক্ষায় রয়েছে। এসব মানুষের অনেকেই জানেন না যে তাদের বাড়ি এখনো টিকে আছে কিনা। কিন্তু যাই হোক না কেন, তারা তাদের বাড়ির ধ্বংসস্তূপের পাশে তাঁবু স্থাপন করতে চায়, তারা নিজের বাড়ি অনুভব করতে চায়।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক মানুষ রাতভর সালাহউদ্দিন রোডে ঘুমিয়েছিলেন, যা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত প্রধান সড়ক এবং উত্তরে অভিমুখী উপকূলীয় সড়ক। তারা গাজা উপত্যকার কেন্দ্রজুড়ে অবস্থিত নেটজারিম করিডোরে ইসরায়েলি সামরিক অবস্থান অতিক্রম করার জন্য অপেক্ষা করছিল।

তিন দেশের মধ্যস্থতায় চলতি মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের সাথে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের দ্বিতীয় দফায় বিনিময় হয়।