শিক্ষা

সাত ক‌লে‌জের শিক্ষার্থী‌দের কর্মসূচি প্রত্যাহার

রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস চলাচল বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করে‌ছেন ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেছেন, “সরকার আমাদের ছয় দাবি পূরণের বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব, সেগুলো পূরণ করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা কর্মসূচি দিয়েছিলাম, ২৪ ঘণ্টা পর সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেব না এবং নিউ মার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম, সেসব কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম।”

স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে বৈঠক করেন ঢাকা ক‌লে‌জের মুঈনুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন ক‌লে‌জের মৌ। এ সময় তারা ছয়টি দা‌বি উপস্থাপন ক‌রেন।

সাত কলেজের শিক্ষার্থীদের ছয় দাবি হ‌লো: ১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

৩. ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িত ঢাবি শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫. প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে উদ্ভূত সংকট সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।