চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম নুরু ভূঁইয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বাগাদী চৌরাস্তা এলাকায় ঘটনাটি ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া নুরু ভূঁইয়া জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ষোলদানা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাইকেলকে পাশ কাটিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন নুরু ভূঁইয়া। এসময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাক।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “চৌরাস্তায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নুরু ভূঁইয়া নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি।”