সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকার ভারতীয় বিভন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করে তারা। 

বিজিবি-২৫ এর লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৫৮২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের শাড়ি ১৫২ পিস, মেহেদী ১৪৪০ পিসসহ আরো বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ১ কোটি ৪ লাখ ৯৮ হাজার ১৪০ টাকা। পণ্যগুলো কাস্টমসে জমা দেওয়া প্রক্রিয়াধীন।