রাজনীতি

আইন নিজের হাতে তুলে নেওয়ার ম‌ধ্যে কল্যাণ নেই: জামায়াত আমির

বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে আইন নি‌জের হা‌তে তু‌লে না নেওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ জামায়াত ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান।

ধানম‌ন্ডি-৩২ সহ দে‌শে গত দুই ‌দি‌নে ভাঙচুর, অগ্নিসং‌যো‌গের ঘটনা ইঙ্গিত ক‌রে শুক্রবার সন্ধ‌্যায় জামায়াত আমিরের ভে‌রিফায়েড ফেসবুক পে‌জে এ আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, “গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ডে কোনভাবেই কোন দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারে না।”

“আমাদের আহ্বান, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সবাই মিলে জোর দাবি তুলি-গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি বিশেষভাবে ২৪ এর গণহত্যা সংগঠিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করা হোক।”

শ‌ফিকুর রহমান পাচারের অর্থ, লুণ্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার দা‌বি জা‌নি‌য়ে ব‌লেন, “নিরীহ জনগণের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।”

ধানম‌ন্ডি-৩২ নম্বর গুঁড়ি‌য়ে দেওয়ার ঘটনার পর জামায়া‌তের আমির ব‌লেন, “সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানিই মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না। এটি তার ঘৃণিত স্বভাব।”