চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড়ে বসতঘরে আগুন লেগে দুই জন মারা গেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো তিনজন।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২)।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, ‘‘সকালে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ পাঁচ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’’
তিনি আরো বলেন, ‘‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’’