সারা বাংলা

বগুড়ায় ছু‌রিকাঘা‌তে স্কুলছাত্র নিহত 

বগুড়া শহরে সন্ত্রাসীদের ছু‌রিকাঘা‌তে ফা‌হিম (১৬) না‌মে স্কুলছ‌া‌ত্র নিহত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌ‌নে ৮টার দিকে শহ‌রের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত ফা‌হিম শহ‌রের চক ফরিদ এলাকার মানিকের ছেলে এবং ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র ছি‌ল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তি‌নি আরো জানান, পুলিশ হত‌্যার কারণ জান‌তে পা‌রে‌নি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।