গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে গঠিত সত্যানুসন্ধান কমিটি আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপন।
বিবৃতিতে বলা হয়েছে, গত বছর ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থায় নিয়ে আসতে উপাচার্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সত্যানুসন্ধান কমিটির নিকট বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় আক্রান্ত, আহত এবং প্রত্যক্ষদর্শীরা অনেক অভিযোগ প্রেরণ করেছেন। সেসব অভিযোগের সমর্থনে ভিডিও, ছবি এবং প্রিন্ট ও সোশাল মিডিয়ার কন্টেন্ট প্রেরণ করেছেন, যা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। সত্যানুসন্ধান কমিটি নিজ উদ্যোগেও বিভিন্ন দেশি-বিদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছে। এছাড়া সত্যানুসন্ধান কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কয়েকটি এলাকায় ভাগ করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও গ্রহণ করেছে।
প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে সত্যানুসন্ধান কমিটি সহিংস ঘটনায় জড়িতদের অনেককে চিহ্নিত করতে পেরেছে। বর্তমানে সত্যানুসন্ধান কমিটি চিহ্নিতদের পরিচয় নিশ্চিত করার কাজ সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছে।
সত্যানুসন্ধান কমিটির ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সত্যানুন্ধান কমিটি আশা করছে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেবে।