সারা বাংলা

খুলনায় সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ শহিদুল ইসলাম জেলা আওয়ামী লীগের সদস্য।

ওসি বলেন, ‘‘অপরাধ দমন ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো তেরখাদাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’